শিবগঞ্জে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

54

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চকঘোড়াপাখিয়া গ্রামের আবদুস সালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ আবদুস সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ককটেলের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
আবদুস সালামের ছেলে মেসার্স মুনিয়াত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. আবদুল মমিন শাহীন বলেন, রাতেই ককটেল ও মোবাইলফোন উদ্ধার করে থানা পুলিশ নিয়ে গেছে। বাসার চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজেও ককটেল হামলা করে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট দেখা গেছে।

যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ শনিবার রাত সাড়ে 8টায় জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও কাউকে দেখা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।