শিবগঞ্জে গণসংযোগ করছেন বেনাউল ইসলাম

25

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করছেন চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেনাউল ইসলাম। গণসংযোগকালে বতর্মান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন তিনি।
এরই অংশ হিসেবে কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে গত সোমবার সন্ধ্যায় মোবারকপুর ইউনিয়নের টিকরী মাদ্রাসা হলরুমে মতবিনিময় করেছেন।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজি মো. মোহসীন আলী। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেনÑ মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল আলম, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ফিরোজ আহমেদ, শেখ রাসেল পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক জেম, স্থানীয় নেতা নুরুল ইসলাম মেম্বারসহ অন্যরা।
সভায় মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বেনাউল ইসলাম।