সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৮, ২০২৪ by

শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তিনি শিবগঞ্জ উপজেলায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন।
এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবিব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন