শিবগঞ্জে খাদ্য সহায়তা পেল ২০০ মানুষ

13

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ। সোমবার সকালে ‘রমজানে অসহায় মানুষের পাশে’ শ্লোগান নিয়ে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, লবণ, দুধ, মরিচ ও হলুদের গুড়াসহ ১৪ প্রকার খাদ্যপণ্য। অনুষ্ঠানে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব।
সমকাল সুহৃদ সমাবেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পাঠক ইমরান আলী, আল-আমিন জুয়েল, নুরুল রাফি, রায়হান আলী, সিফাতুল্লাহ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি বলেন, হতদরিদ্রদের জন্য আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল যে আয়োজন করেছে, তা বেশ সমৃদ্ধ। এতে উপকারভোগীরা রমজান ও ঈদ সুন্দরভাবে পার করতে পারবেন। উপজেলাবাসীর পক্ষ থেকে এ আয়োজনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এভাবে সবাই যার যার জায়গা থেকে স্থানীয় অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের দুর্দশা লাঘব হবে।