চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা না পেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। রবিবার সকালে উপজেলার কানসাট-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়লাবাড়ী গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু অধিগ্রহণ করা জমির টাকা এখনো দেয়া হয়নি। এ সময় তাদের উচ্ছেদের প্রতিবাদ এবং তাদের বসতভিটা ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে মোসা. সোহাগী বেগম, মোসা. সোনালী বেগম, খাতিজা বেগম, মো. সাইদুর রহমানসহ অনেকে তাদের দাবি মেনে নেয়ার অনুরোধ জানান এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।