চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লেবু-জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলার কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা।
শেষে ৩০ জন কৃষকের মাঝে ১ হাজার ৭৪০টি লেবুর চারা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।
অপর দিকে সকালে একই মিলনায়তনে ‘মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন’ এই প্রতিপাদ্যে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাহার আলীর সভাপত্বিতে কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম আবু তাওয়াফ তরফদার। বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার এস এম আমিনুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ননের কৃষকগণ।