Last Updated on নভেম্বর ১৫, ২০২৪ by
শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।
রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল করিম, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, হরিনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবীব, সহসভাপতি জহিরুল করিম ডেভিটসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শিপারুল আনাম।
এসএসসি পাস করে রানীহাটি ডিগ্রি কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসায় অধ্যায়নরত এলাকার ৫৪ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, রানীহাটি সাধারণ পাঠাগারের নিকটবর্তী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, উজিরপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বসবাসরত কৃতী শিক্ষার্থীদের প্রতিবছর এধরনের সংবর্ধনা দেয়া হয়।