বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৭, ২০২৪ by

শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া চরাঞ্চলের অনেক কিষানি রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছেন। তাদের কৃষিকাজে দক্ষ করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশা করি, আজকের  রবিবার প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কিষান-কিষানিরা উপকৃত হবেন।
এছাড়াও কর্মশালায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুতকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

About The Author

শেয়ার করুন