শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২০, ২০২৫ by

শিবগঞ্জে কাঞ্চন কুমার দাসকে বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ চত্বরে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কাঞ্চন কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহল আমিনসহ আরো অনেকে।
উল্লেখ্য, কাঞ্চন কুমার দাস ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

About The Author

শেয়ার করুন