চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও এন.আই. অ্যাক্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ গত শনিবার রাত পৌনে ১১টার দিকে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিয়ালমারা পূর্বপাড়ার আফতার উদ্দিনের ছেলে মো. রানাউল হক ওরফে কাইয়ুম রেজা এবং শিবগঞ্জ থানার এন.আই. অ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সদাশিবপুর গ্রামের সাবুর উদ্দিন কান্তুর ছেলে সামিন আলীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের পর জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।