চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের শিবগঞ্জ থানার মামলার এজারহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট পুরানটোলার মৃত দাউদ মন্ডলের ছেলে মো. রাশেদ আলী (৫০), নিচু ধুমি গ্রামের মৃত সাজ্জাদ মাস্টারের ছেলে মো. মিজানুর রহমান (৫০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার দুপুর দেড়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।