শিবগঞ্জে এক বৃদ্ধার লাশ উদ্ধার

42

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার দুপুরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত দিজেন্দ্রনাথ দাসের স্ত্রী শ্রীমতি সাবিত্রী বালার (৬০)।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, মৃত মহিলার ছেলের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাদের বাড়ি থেকে গলায় ফাঁসযুক্ত লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত মহিলার গলা, চোখ ও মুখে জখমের চিহ্ন থাকায় তা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।