Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by
শিবগঞ্জে এক প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার (৩৫)’র পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। তাকে পুনর্বাসনের লক্ষে একটি মুদি দোকানের বিভিন্ন সামগ্রী দেয়া হয়।
আনোয়ারের দুই বছর বয়সী এক ছেলে ও এক মেয়েও দৃষ্টিপ্রতিবন্ধী। তার সাথে এক বিধবা বোন সানোয়ারা (৩০)ও রয়েছে। পরিবারের তিনজনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছিলেন।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় একটি মুদি দোকানের সামগ্রী দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ারের হাতে তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ভবিষ্যতেও দৃষ্টিপ্রতিবন্ধী এমন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।