শিবগঞ্জে এক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও

22

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা আজমুল হকের ছেলে আয়াতুল্লাহ। তিনি জম্মগতভাবে প্রতিবন্ধী নন, ভাগ্যের পরিহাসে বৈদ্যুতিক দুর্ঘটনায় ১৩ বছর আগে তার দুটি হাত কেটে ফেলতে হয়। তার তার সংসারে ১ কন্যা ও স্ত্রী আছে। তাদের নিয়ে অসহায়ের মতো আয়াতুল্লাহ’র। তিনি মুখ খুলে কারো কাছ থেকে কখনো ভিক্ষাবৃত্তি চান না। কেউ নিজ ইচ্ছায় টাকা পয়সা দিলে বা সহযোগিতা করলে সেটা নেন এবং সেই টাকা দিয়েই চলে সংসার। পৈত্রিক সূত্রে পাওয়া এক শতক জমির ওপর নির্মিত একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন।
এদিকে তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাসেল ইমন সংগঠনের ফেসবুক প্রোফাইলে আয়াতুল্লাহর সম্পূর্ণ তথ্য তুলে ধরে একটি পোস্ট করেন। সেই পোস্ট দেখে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
বিষয়টি জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের পরিচালক মো. আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে প্রতিবন্ধীর তথ্য নিশ্চিত হয়ে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক প্রদান করেন করেন আয়াতুল্লাহকে।
তিনি বলেন, সকলে মিলে সহযোগিতা করলে প্রতিবন্ধী আয়াতুল্লাহকে ভিক্ষা বৃত্তি না করে কর্মীর হাতে রুপান্তরিত হতে পারে। তাকে সহযোগিতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।