শিবগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ বিতরণ

33

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুবিধাভোগী ৪১২ জন নারী-পুরুষের মাঝে ৪৫ লাখ টাকার ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোসা. নূরুন নাহারসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।