শিবগঞ্জে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা

77

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ দিনব্যাপী উন্নত প্রযুক্তিতে মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবারন (৮ জুন) সকালে শিবগঞ্জ উপজেলা মৎস অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মশালার উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস অফিসার ড. আমিমুল এহসান।
এ সময় শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস অফিসার বরুন কুমার মন্ডল, মৎস সম্প্রসারণ অফিসার আইনুদ্দিন হকসহ আন্যন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজশাহী বিভাগে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তিতে মাছ চাষের এ কর্মশালায় ২৫ জন মৎসচাষী অংশগ্রহণ করেন।