বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

শিবগঞ্জে ঈদসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার বিকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম দফায় শতাধিক অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আলমগীর জয়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।
এছাড়াও শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, সমকাল ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম নয়ন খান, দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পরিচালক আলমগীর জয় বলেন, সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ রায়হানসহ আমরা অসহায়দের পাশে আছি এবং থাকব। তিনি সমাজের বিত্তবানদেরও সেবামূলক এমন কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।

About The Author

শেয়ার করুন