শিবগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

60

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার সরাপাড়ার মো. বাইরুল আলীর ছেলে মো. তোতা মিয়া (২২)। গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার রাজনগর হাঙ্গামী মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, সোমবার রাত সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার হতে পিয়ালিমারী রাস্তার রাজনগর হাঙ্গামী মোড় এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। অভিযানে ১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তার তোতা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।