Last Updated on জুলাই ১৪, ২০২৪ by
শিবগঞ্জে ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের তর্ত্তিপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাঈদ ইসলাম (২০) নামের এক তরুণকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সাঈদ উপজেলার দামুদেয়ার গ্রামের মো. শাহিন ইসলামের ছেলে।
রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তর্ত্তিপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ১৫০ পিস ইয়াবাসহ মো. সাঈদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।