শিবগঞ্জে ইমামদের সঙ্গে মতবিনিময়

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম-সংক্রান্ত বিষয়ে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথসহ অন্যরা।