চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাবের মোড়ে আলম হোসেন (৫০)কে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নয়ালাভাঙ্গা এলাকার রাজু আহমেদ (২৯), বাবলু (৩৫) ও দুরুল হোদা (৫৫)। শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ আরো ১৫-২০ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামকে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুী জোবায়ের আহাম্মদ বলেন, প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় নয়ালাভাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবাবের মোড়ে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এসে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আলমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলম ওই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবুল হোসেন ঝাপড়ার ছেলে।