চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্পর্কিত দুই দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা নুরুল ইসলাম।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিনের এ কর্মশালা বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। কর্মশালায় উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের ১৮০ জন সদস্য অংশ নিচ্ছেন।