চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পৌর ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, যুবলীগ নেতা সুমন আলী, সুইট, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজ, ছাত্রলীগ নেতা জাকিরসহ অন্যরা।