শিবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশের বিভিন্ন স্থানের আম ব্যবসায়ী, চাষি ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কানসাট রাজবাড়ী প্রাঙ্গণে ম্যাংগো ডেভলপমেন্ট ফোরাম এই সম্মেলনের আয়োজন করে।
আম সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্ব আম সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) শাকিল হাসান, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মালিক, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, আম উদ্যোক্তা শহীদুল ইসলাম হায়দারী।
পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে আম উৎপাদন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন কৃষি কর্মকর্তারা। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ বাজারজাতকরণ ও বৈশ্বিক রপ্তানির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
দেশের ১৬টি জেলার প্রায় ৩৫০ জন প্রতিনিধিসহ ৪০০ জন এই সম্মেলনে অংশগ্রহণ করেন।