চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ মো. রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। গ্রেপ্তার হওয়া রবিউল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান পেট্রোল পাম্প এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জেলা পুলিশের ফেসবুকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত রবিবার রাত পৌনে ১১টায় এসআই মো. আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে নামে। এসময় অপারেশন দলটি জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী মো. রবিউল ইসলামের শরীরের নাভির নিচে অভিনব কায়দায় আটকানো ১টি বিদেশী সচল পিস্তল, ৩ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগজিন জব্দ এবং রবিউলকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।