চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষা ক্ষেত থেকে আগুনে পোড়া একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৪নং বাঁধ এলাকার সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চক বহরম গ্রামের মৃত ইসমাইলের ছেলে তোফাজ্জলের (৪৫)।
এদিকে শরীর ঝলসে যাওয়ায় মরদেহটি তোফাজ্জলের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদহটি তোফাজ্জলের কিনা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।