চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মনাকষা চৌকা এলাকার আতাউর রহমানের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ দোকানের মধ্য থেকে ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। এ সময় দোকান মালিককে খবর দেয়া হয়। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহীন আলী জানান, অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ইউপি চেয়ারম্যান প্রতিবেদন দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।