শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২০, ২০২৫ by

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা ও পানিতে ডুবে নিহত দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আজম, কানসাট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. ইমরান আলী।

About The Author

শেয়ার করুন