Last Updated on এপ্রিল ৬, ২০২৫ by
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার চারটির মধ্যে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজাহার আলী।
এ সময় তিনি বলেন, শনিবার রাতে আগুনে চারটি পরিবারের বসতঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় রয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে খাদ্য, পোশাক ও অর্থ সহায়তা পেয়ে শ্রী সুবাস আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্তরা।
এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানাসহ জনপ্রতিনিধিরা।
এর আগে শনিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় আগুনে চারটি পরিবারের বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, আগুনে চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।