চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুরে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-(১) শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। পরে তিনি কর্ণখালী ও মির্জাপুর গোরস্তানের উন্নয়ন কল্পে ৩ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী। এরআগে গোলাম রাব্বানী এমপি ২০১৫-২০১৬ অর্থ বছরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি)-এর আওতায় ১ কোটি ৬ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে কর্ণখালী পশ্চিমপাড়া ও নামো জগন্নাথপুর মন্ডিতপাড়া সরকারি বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাসরুম নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।