চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির অবরোধ, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আওয়ামী লীগ ও এর ৭ সহযোগী সংগঠনের ব্যানারে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ ও ধ্বংসাত্মক বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে সারাদেশে একসাথে ৬৪ জেলায় বোমা ফুটেছে। জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আর উন্নয়নের দল আওয়ামী লীগ সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা নির্মাণের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। আওয়ামী লীগ দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। আর এর সুফল কাজে লাগিয়ে বিএনপি জোট ঘরে বসে অনলাইনে অবরোধ ডেকে জ্বালাও-পোড়াও করছে। অন্যদিকে তাদের নেতা দেশ থেকে পালিয়ে বিদেশে বসে দেশে আগুন জ্বালাতে নির্দেশ দিচ্ছেন। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে নির্বাচনে আসুন।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে, বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে আরো বক্তব্য দেনÑ শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, যুবলীগ সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও মুক্তিযোদ্ধা সন্তান আল মামুনসহ অন্যরা।
সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ ৭ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অবরোধবিরোধী মিছিল নিয়ে সমাবেশে সমবেত হন।