শিবগঞ্জে অনুষ্ঠিত হলো সিআইজি কংগ্রেস

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে কমন ইন্টারেস্ট গ্রুপের (সিআইজি) কংগ্রেস। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথি ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খামারবাড়ীর প্রকল্প বাস্তবায়নের উপপরিচালক ড. তৌফিকুর রহমান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মাসুদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন বিন জামান, আব্দুল্লাহ আল আজাদী।
শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি কংগ্রেসের ১৫০ জন প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত কংগ্রেসে নিরাপদ উপায়ে বিভিন্ন ফসলাদি উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিতে স্বনির্ভরতা গড়ে তুলতে বিভিন্ন কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয়।