শিবগঞ্জের বিনোদপুরে বৃক্ষরোপণ

7

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে কেক কাটা, বৃক্ষরোপণ ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ফাইনালসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
গত বুধবার রাতে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেনাউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার। বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, মতিউর রহমান, শামিম রেজাসহ অন্যরা।
অনুষ্ঠানে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাতেই শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন অতিথিগণ। শেখ রাসেল দিবস উপলক্ষে একই রাতে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির শিবগঞ্জের আয়োজনে ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম। শেষে স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান বেনাউল ইসলাম।