শিবগঞ্জের দাইপুকুরিয়ায় মানব পাচার প্রতিরোধে জন অংশগ্রহণমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ

110

DSC_0562 (Small)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া বাগবাড়ি ফুটবল মাঠে মানব পাচার প্রতিরোধে জন-অংশগ্রহণমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধে জন-অংশগ্রহণমূলক প্রকল্পের পিয়ার লিডারশন এই প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় বাগবাড়ি ক্রিকেট একাদশ ও পিরোজপুর ক্রিকেট একাদশ দল অংশগ্রহণ করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাগবাড়ি ক্রিকেট একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে পিরোজপুর ক্রিকেট একাদশ ১০ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় সর্বোচ্চ ২৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন নয়ন এবং সেরা বোলার হন রাব্বানী। খেলায় উপস্থিত ছিলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের জন-প্রতিনিধিরা। পুরস্কার প্রদান করেন এলাকার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব মির্জা তোহরুল ইসলাম, প্রয়াসের মানব পাচার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপ দুরুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটেটর শহীদুল ইসলাম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটির বাস্তবায়নে ছিল প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।