বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৪, ২০২৫ by

শিবগঞ্জের জহুরপুর সীমান্ত : জনতার হাতে বিএসএফ আটক পতাকা বৈঠকের পর ফেরত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জহুরপুর সীমান্তে জনতার হাতে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বুধবার সকাল পৌনে ৭টার দিকে ৫৩ বিজিবির জহুরপুর বিওপির একটি দল টহল পরিচালনা করছিল। এসময় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুর, সাতরশিয়া নামক স্থান হতে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নূরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মূর্তি (৪৩) নামের এক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে।
ফাহাদ মাহমুদ বলেন, এর আগে বিএসএফ সদস্য গনেশ মূর্তি অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। গ্রামবাসীদের কাছ থেকে এই বিএসএফ সদস্যকে উদ্ধার করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। এছাড়া পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয় এই ব্যাটালিয়ন অধিনায়ক জানান।

About The Author

শেয়ার করুন