দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীরা যখন ট্রাফিক…

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের শুক্রবারও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলাশহরের বিশ^রোড মোড়, শান্তিমোড়, আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়ে ট্রাফিক আইল্যান্ডের গোল চত্বরটির সঠিক ব্যবহার করে কার, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা ও অটোরিকশাচালকদের যেতে নির্দেশনা দেন শিক্ষার্থীরা। মোটরসাইকেলচালকদের হেলমেট মাথায় দিতে বাধ্য করেন তারা।
তাদের এই ব্যবস্থাপনা দেখে এক রিকশাচালক বলেন- সারাবছর এমনটা হলে ভালো হতো।
এছাড়া বিশ^রোড মোড়সহ অন্যান্য মোড়ে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদেরও সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকতে দেখা গেছে।

About The Author