বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৩০, ২০২৫ by

শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর থেকে এসব ক্রীড়া সামগ্রী পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী। যা ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ক্রীড়া সংগঠনকে প্রদান করা হলো।

About The Author

শেয়ার করুন