শিক্ষক সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

57

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের স্বরূপনগরের তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে ম্যানেজিং কমিটি।
দুপুর ১২টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসেম উদ্দিন ও পরিমল কুমার মুন্ডু, শহিদ মোহর আলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, স্কুলের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি কৃষিবিদ আফতাব উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।
সংবর্ধনা শেষে প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং স্কুল কমিটির পক্ষ থেকে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।