শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর : জেলা প্রশাসক

15

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে মানুষ গড়ার আঁতুড়ঘর। আপনাদের হাত ধরে কোমলমতি শিশুরা হাতের নখ কাটা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে, আপনাদের হাত ধরে তারা মানুষের মতো মানুষ হয়ে কেউ দেশ বা রাষ্ট্র পরিচালনা করেন, কেউ সচিব হন, মন্ত্রী এমপি হন। অর্থাৎ আপনাদের মাধ্যমেই সকল মানুষ মানুষ হয়। কাজেই আপনাদের দায়িত্ব অনেক বেশি।
জেলা প্রশাসক বলেনÑ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। এজন্য আপনাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের শেখাতে হবে। জেলা প্রশাসক বলেন-সাংবিধানিকভাবেই সকল শিশুর সমান অধিকার দেয়া হয়েছে। কাজেই খেয়াল রাখবেন কোনো দরিদ্র শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এসময় জেলা প্রশাসক মিডডে মিল চালুর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
জেলার প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে তার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে জেলা প্রশাসক বলেনÑ যারা শিক্ষার মতো পবিত্র কাজে নিয়োজিত হবেন, যারা মানুষ গড়ার কারিগর হবেন তাদেরকে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিষয়গুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় কথাগুলো বলেন জেলা প্রশাসক।
সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মতবিনিময় করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। এতে সূচনা বক্তব্য দেনÑ উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। সঞ্চালনা করেনÑ সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
বক্তারা সম্প্রতি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলবাসীর গর্ব হিসেবে উল্লেখ করেন। এসময় জেলা প্রশাসক বলেন, এ প্রাপ্তি আপনাদের সবার।
পরে প্রাথমিক পর্যায়ের গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।