শিক্ষকদের ছয় দিনের প্রশিক্ষণ শেষ হলো

33

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সিসিপি) ব্যবস্থাপনায় মাধ্যমিক ও দাখিল পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক ৬ দিনের প্রশিক্ষণ কোর্স রবিবার শেষ হয়েছে। গত ১৭ মে থেকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ২০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক রাশেদুল আরমানের তত্ত্ব¡াবধানে প্রশিক্ষক ছিলেনÑ নাচোল উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) শফিউল আজম, গোমস্তাপুর উপজেলার আসমা আক্তার।