চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভারনিং বডির এক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ব্যক্তি বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান। তাঁর সভাপতিত্বে অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- গভারনিং বডির সদস্য আলহাজ্ব জহুরুল ইসলাম, ডা. আবুল হাসান, আলহাজ্ব শামসুল হক, শফিকুল আলম ভোতা, হাসিব হোসেন, এনামুল হক,মনোয়ারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শাহীন কাওসার, নওসাবা নওরিন ও হুমায়ুন কবির। এ-সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম উপস্থিত ছিলেন। মো. সাইদুর রহমানকে গভারনিং বডির সভাপতি হিসেবে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করা হয়। সভাপতি মো. সাইদুর রহমান পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন বলে সভা সূত্র জানান।