শাহবাজপুর ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণ

46

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে ১৭৬টি পরিবারের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সকালে শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা আরিফুল ইসলাম, ট্যাগ অফিসার মো. সলেমা খাতুন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও ইউপি সচিব আব্দুল খালেকসহ অন্যরা।