সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ৬, ২০২৫ by

শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন
বাল্যবিয়ে বন্ধে সম্মাননা পেলেন ৩ অভিভাবক

‘বাল্যবিয়ে বন্ধ করি-দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পার্সনস অ্যাকটিভিটি-উইনরক ইন্টান্যাশন্যাল (এফএসটিআইপি)র প্রকল্পের আওতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- প্রকল্পটির রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, প্রকল্পটির ব্যবস্থাপক দুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য কাশেদ আলী, আব্দুর রশীদ, প্রভাষক নুরতাজ আলমসহ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষ। ক্যাম্পেইন সঞ্চালনা করেন জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুল।
উল্লেখ্য, ক্যাম্পেইনে বাল্যবিয়ে প্রতিরোধ করে ‘প্যারেন্টস চ্যাম্পিয়ন’ হওয়ায় তৈমুর রহমান, নাজমা বেগম ও মো. ইব্রাহিম নামের তিন অভিভাবককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

About The Author

শেয়ার করুন