চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজে আন্তবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম। আন্ত:বিভাগ বির্তক প্রতিযোগিতা কমিটির আহবায়ক প্রভাষক আব্দুল্লাহ বাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মাহফুজুল হক ডন, মনোবিজ্ঞান বিভাগের প্রধান শাহীন কাউসার, ইংরেজি বিভাগের প্রভাষক বিলকিস আরা বানু। বির্তক প্রতিযোগিতায় কলেজের মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ফেসবুকের উপকারিতার চেয়ে অপকারিতায় বেশিসহ অন্যান্য।