Last Updated on নভেম্বর ৮, ২০২৪ by
শাহজাহানপুরে বিএনপির জনসভা
জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে ও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জনসভা করছে বিএনপি। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে শাহাজানপুর ইউনিয়ন বিএনপি এই জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
শাহাজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মালেকের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক রানা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীদের বিচার হতেই হবে। যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, মানুষকে গুম করেছে, বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে তাদের বিচার হতে হবে।
এসময় হারুনুর রশীদ যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণারও দাবি জানান।