রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৬, ২০২৪ by

শাহজাহানপুরে এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরে গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক শিশু বিশেষজ্ঞ ডা. নাহিদ ইসলাম মুন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।
টুর্নামেন্ট শুরুর দিন শাহজাহানপুর তথা চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাহিদ রানাকে সংবর্ধনা দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানের ১০ টি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শাহজাহানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে।

About The Author

শেয়ার করুন