এমন শাস্তি আগে পেয়েছে বার্সেলোনা। এবার তা পেতে হলো রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকেও। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের নিয়ম ভেঙে দলে নেওয়ার জন্য আগামী দুই দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড় কিনতে করতে পারবে না মাদ্রিদের এই দুই ক্লাব।
২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেশ কজন ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়কে দলে নিয়েছিল অ্যাটলেটিকো। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালও করেছে এই কাজ। এ কারণে ট্রান্সফার উইন্ডোতে নিষিদ্ধ হলো এই দুই ক্লাব, যে নিষেধাজ্ঞা এ মাসেই কাটিয়ে উঠল স্পেনের আরেকটি ক্লাব বার্সেলোনা।
শুধু শাস্তিতেই পার পেয়ে যাচ্ছে না ক্লাব দুটি। জরিমানাও দিতে হবে তাদের। রিয়ালকে দিতে হবে ৩ লাখ ২৯ হাজার ইউরো। আর অ্যাটলেটিকোকে দিতে হবে ৮ লাখ ২২ হাজার ৬০০ ইউরো। এই জানুয়ারির শীতকালীন দলবদলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।