সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১, ২০২৫ by

শাশুড়ির তৈরি প্রসাধনী ব্যবহার করেন ক্যাটরিনা

অভিনেত্রী হিসাবে বলিউডে নিজের দর বুঝিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখনেনি তিনি। তৈরি করেছেন প্রসাধনী সংস্থাও। একদিকে অভিনয় অন্যদিকে ব্যবসা। এই বিপুল ব্যস্ততার মাঝে কীভাবে নিজের যতœ নেন ক্যাটরিনা, সেটা অনেকেই জানতে উৎসাহী। বিশেষ করে ক্যাটরিনার একঢাল ঝলমলে চুলের নেপথ্যে কী রহস্য, তা নিয়ে চর্চার শেষ নেই। ক্যাটরিনা কি নিজের প্রসাধনী সংস্থার প্রসাধনী ব্যবহার করেন? সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্যাটরিনা সে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, চুলের যতেœ তার একমাত্র ভরসা শাশুড়ি মা। বিয়ের পর থেকে ভিকির মায়ের হাতে তৈরি এক বিশেষ প্যাক চুলে ব্যবহার করেন ক্যাটরিনা। ক্যাটরিনা জানিয়েছেন, তার ত্বক খুবই স্পর্শকাতর। ফলে যেকোনো প্রসাধনী ব্যবহার করতে পারেন না। ভেবেচিন্তে, যাচাই করে তবেই ত্বকে নানা প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হয়। তাই ত্বক এবং চুলের যতেœ ঘরোয়া পদ্ধতিতেই নির্ভরশীল হয়ে পড়েছেন। বিয়ের পর ক্যাটরিনা তার চুলের যতেœর ভার তুলে দিয়েছেন শাশুড়ির হাতে। চুলে কী ব্যবহার করেন ক্যাটরিনা? নায়িকা জানিয়েছেন, শাশুড়ি তার জন্য আমলকি, পেঁয়াজের রস এবং অ্যাভোকাডো দিয়েই এক বিশেষ তেল তৈরি করেন। সেই তেল নিয়মিত চুলে মাখেন ক্যাটরিনা। এই তেল নাকি এতটাই উপকারী যে, অন্য কোনো প্রসাধনী ব্যবহারের আর দরকার পড়ে না।

যেভাবে বানাবেন এই তেল-
এক কাপ পেঁয়াজের রস, এক কাপ আমলকির রস এবং অ্যাভোকাডোর নির্যাস, এই তিন উপকরণ ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে একটি বোতলে ঢেলে রাখুন। রাতে চুলে মেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন। উপকার পাবেন।

About The Author

শেয়ার করুন