মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা’র উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টোটাল ফিটনেস প্রোগ্রাম : অনুশীলন ও কার্যকারীতা শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন টোটাল ফিটনেস প্রোগ্রাম’র প্রশিক্ষক এস এ এম ইয়াহিয়া সোহেল এবং একই প্রতিষ্ঠানের জেলা টিম লিডার ফিরোজা বেগম সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয় প্রাঙ্গনে শরীরিক শিক্ষা দেয়া হয়। কর্মশালায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শারীরিক, মানসিক, সামজিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।