শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তাসহ সার্বিক সহযোহিতা > পুলিশ প্রশাসনকে ধন্যবাদ

64

শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তাসহ সার্বিক সহযোহিতার জন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইবাবগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল কুমার ঘোষ বলেন, আমরা পুলিশের শুধু সমালোচনা করি কিন্তু, তাদের ভালো কাজের জন্য আমরা কখনো ধন্যবাদটুকুও দেই না, এবার শারদীয় দূর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ যেভাবে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেছে, তাতে আমরা কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ, ওসি তদন্ত চৌধুরী জোবায়ের আহম্মেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইবাবগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক আনন্দ শংকর রায় চৌধুরী।